আরও একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি, পয়লা অক্টোবর হবে পরবর্তী শুনানি

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার শুনানি। আগামী শুক্রবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। কিন্তু ওই দিন মামলাটি শুনছে না প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। তার পরিবর্তে আগামী ১ অক্টোবর মামলাটির শুনানি হবে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
পিটিআই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, আগামী ১ অক্টোবর আরজি কর নিয়ে শীর্ষ আদালতেরই করা স্বতঃপ্রণোদিত মামলাটির শুনানি হবে। প্রতিবেদন অনুসারে প্রধান বিচারপতি বলেছেন, “আমরা ১ অক্টোবর, অর্থাৎ পরবর্তী মঙ্গলবার মামলাটি শুনানির জন্য নথিবদ্ধ করব।”
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানিতে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তদন্তের অগ্রগতি সংক্রান্ত ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। সেই মতো রিপোর্ট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ওঠে। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য সরকারের ‘বিতর্কিত’ বিজ্ঞপ্তি, জুনিয়র ডাক্তারদের চলতে থাকা কর্মবিরতি, পুলিশের ভূমিকা— নানা বিষয় নিয়ে সওয়াল-জবাব চলে। সিবিআইয়ের দেওয়া ‘স্টেটাস রিপোর্ট’ পড়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা।
রাতে মহিলাদের কর্মস্থল সংক্রান্ত ‘বিতর্কিত’ বিজ্ঞপ্তি মুছে ফেলার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেও সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা সংক্রান্ত দাবির প্রসঙ্গ খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। গত শুনানিতে জুনিয়র ডাক্তারদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি বলেন, “জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাঁদের যে বোঝাপড়া, তা নথিবদ্ধ রাখা হোক। আমরা জানি, আমাদের সব দাবি এক দিনে পূরণ হবে না। জুনিয়র ডাক্তারেরা কাজে ফিরতে চান। এই বিষয়ে এখনই নজর দেওয়া দরকার।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*