রাইমা সেনের হিন্দি ছবি ‘ভদকা ডায়েরিজ’ মুক্তি পেয়েছে এই বছরের প্রথম সপ্তাহে৷ এইবার তাঁকে বাংলা ছবিতে দেখা যাবে এই বছর৷ সেই তালিকায় যে নামটা প্রথমেই রয়েছে, সেটা হল আশিস রায় পরিচালিত ‘সিতারা’৷ এই সিনেমাতে একেবারে অন্যরকম ভূমিকায় পাওয়া যাবে রাইমাকে৷ এই সিনেমার গল্প বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সীমান্ত ঘিরে৷ বাংলাদেশের পোশাক ব্যবসার ওপর তৈরী হয়েছে এই গল্প৷ বেআইনীভাবে বাংলাদেশে তৈরি পোশাক পাচার হয় ভারতবর্ষে৷ এই পোশাক পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে শিয়ালদহ হয়ে দেশের বিভিন্ন জায়গায় কিভাবে আর কাদের মাধ্যমে পৌঁছায় তা নিয়েই গল্প এগোয় এই সিনেমাতে৷ এর সঙ্গে আছে তাদের জীবনযাত্রা এবং অসাধু ব্যবসায়ীরা তিস্তা নদীকে কাজে লাগায়৷ এই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে থাকেন মহিলারা৷ গৃহবধূরা নানা কারণে এই ব্যবসায় এসে বারবণিতায় পরিণত হয়৷ এমনই একজন সিতারা, তিনি খুব সুন্দরী৷ চোরা ব্যবসার মধ্যমণি৷ তাকে নিয়ে টানাটানি চলে মহাজনদের মধ্যে৷ তার মতো আরও মহিলা রয়েছে এই ব্যবসায়৷ মহাজনরা নিজেরা তো তাদের ভোগ করেই, ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ব্যবসায়ীর শয্যাসঙ্গিনী হতে হয় এই মহিলাদের৷ কখনও কখনও স্বামীরাও পাঠিয়ে দেয় এই কাজে নানা কারণে৷
পরিচালক আশিষ রায় জানান, ৪ ফেব্রুয়ারি থেকে এই সিনেমার শ্যুটিং শুরু হবে৷ মুখ্য চরিত্রে রাইমা সেন৷ এছাড়াও এই সিনেমায় বাংলাদেশের কিছু অভিনেতা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের এম.নাসের (যিনি ‘বাহুবলি’ সিনেমায় রানী শিবগামীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন)৷ মুম্বইয়ের মেঘনা নাইড়ু রয়েছেন।
সূত্র থেকে
Be the first to comment