রোজদিন ডেস্ক:-
১৮৭৩ সালে কলকাতায় পরিষেবা দেওয়া শুরু করেছিল ট্রাম। শহর কলকাতার বুকে ঘোরার মাধ্যমে শুরু হয়েছিল ট্রামের পথচলা। আজ হারিয়ে যেতে চলেছে ঐতিহ্যবাহী এই যানটি।
ট্রামের রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ পরিবহন দপ্তর, এক প্রকার স্বীকার করে নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। সোমবার সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী জানান, যানজটমুক্ত যানবাহন চলাচলকে গুরুত্ব দেওয়া হবে। সেই কারণে হেরিটেজ বা ঐতিহ্যবাহী ট্রাম চলবে না আর শহরে। তিনি জানান, ধর্মতলা থেকে একটি মাত্র ট্রাম চালাবে রাজ্য পরিবহন দপ্তর। বর্তমানে গোটা বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
আগামী দিনে ইতিহাসের পাতায় একমাত্র দেখা মিলবে শহর কলকাতার একমাত্র পরিবেশবান্ধব এবং ঐতিহ্যবাহী ট্রামের। সাংবাদিক সম্মেলনে করে স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন পৃথিবীর আর কোথাও ট্রাম চলে না।
শহরের যানজটের দিকে নজর রাখতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে। কারোর আবেগ বা সুবিধার্থে নয়, রাজ্যবাসীর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। এবার শহর কলকাতা থেকে চিরতরে উঠে যেতে চলেছে ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা।
Be the first to comment