রোজদিন ডেস্ক:-
গৌতম গম্ভীরের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হলেন ডোয়েন ব্রাভো। ২০২৪ সালে গম্ভীরের হাত ধরেই আইপিএল জিতেছিল কলকাতা। কিন্তু গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর কেকেআরের মেন্টর পদ খালি হল। ওই পদেই নেওয়া হচ্ছে ব্রাভোকে।
চেন্নাই ফ্রাঞ্চাইজির সঙ্গে ক্রিকেটার থেকে কোচ সহ নানা পদে যুক্ত ছিলেন ব্রাভো। জিতেছেন চারবার আইপিএল। বিভিন্ন দেশের টি২০ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি। ১৬১টি ম্যাচে ১৫৬০ রান করেছেন, নিয়েছেন ১৮৩টি উইকেট। সব দল মিলিয়ে টি২০ ক্রিকেটে ৫৮২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাভোর। সেই ব্রাভো এবার কেকেআরের দায়িত্বে।
তবে শুধু কলকাতার নয়, কেকেআরের বাকি দলগুলির দায়িত্বও তিনি সামলাবেন। নতুন দায়িত্ব পেয়ে ব্রাভো বলেছেন, ‘গত ১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছি। বিভিন্ন দেশের লিগে কখনও নাইট রাইডার্সের হয়ে, কখনও তাদের বিপক্ষে খেলেছি। এই দলের প্রতি মালিকদের আবেগ, দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং পরিবারের মতো আন্তরিক ব্যবহার খুবই ভাল লাগে। খেলা ছাড়ার পর আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার এটাই সেরা জায়গা।’
কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘ব্র্যাভো সব সময় জিততে চায়। সেই সঙ্গে অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে। যা কেকেআরকে সাহায্য করবে। আমাদের সব দলের সঙ্গে ব্র্যাভোর যুক্ত হওয়াটা খুশির খবর।’
Be the first to comment