কেমন কাটবে কাল মহালয়া , নামবে হুড়মুড়িয়ে বৃষ্টি নাকি থাকবে শুকনো বাতাস, কি বলছে হওয়া অফিস..

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

আগামীকাল বুধবার পিতৃ পক্ষের রেশ কেটে শুরু দেবী পক্ষের শুভ আগমন, অর্থাৎ মহালয়া। এই মতো অবস্থায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির দিকে নিশানা করছে আবহাওয়া অফিস । আজ থেকে আগামী ৪-৫ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বাড়তে পারে তাপমাত্রা । তবে হঠাৎ করে দু-এক পশলা বৃষ্টির দেখা মিলতে পারে । আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে । বাতাসে যেহেতু জলীয়বাষ্পর যথেষ্ট উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । এখন চিন্তার বিষয় বুধবার মহালয়ার দিন বঙ্গের আবহাওয়া কেমন থাকবে । সেই মতো আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বর্ষা ইতিমধ্যে আমাদের উত্তর-পশ্চিম ভারতের মূলত রাজস্থান ও গুজরাতের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে । আমাদের অঞ্চল থেকে বর্ষার বিদায় দেরি আছে । পুজোর সময় আমাদের পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির । মহালয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কোথাও স্থানীয় মেঘের কারণে এই হালকা বৃষ্টি হতে পারে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*