জামিন চেয়ে এবার সুপ্রিম কোর্টের দোরগোড়ায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক:-

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। মঙ্গলবার তাঁর হয়ে শীর্ষ আদালতে আবেদন করেন আইনজীবী মুকুল রোহতগি। জামিন মামলা গ্রহণ করে বিচারপতিরা নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে বলে খবর। পুজোর পর প্রথম কাজের দিন মামলার শুনানি হবে। এনিয়ে সব পক্ষকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত।
২০২২ সালের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পর পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, আর্থিক লেনদেনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় তাঁর বাড়িতে ইডি দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে প্রচুর অসংগতি থাকায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রচুর আয় বহির্ভূত সম্পত্তি, নগদ টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার হন অর্পিতাও। এখন দুজনই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি।
সোমবার ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি ছিল। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করছে সিবিআইও। তাই ওই মামলার শুনানিতে সিবিআই পার্থকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এদিকে, ইডির মামলায় পার্থর আইনজীবী মুকুল রোহতাগির বক্তব্য, বিচারপ্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। এই মামলায় সর্বোচ্চ ৭ বছরের সাজা হয়। ইতিমধ্য়ে দুবছরের বেশি তিনি জেলে। তাই তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক। এনিয়ে মঙ্গলবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাতে বিচারপতিরা জানান, জামিন মামলায় দ্রুত শুনানি করতে হবে নিম্ন আদালতকে। ১০ দিন পর এই মামলার শুনানিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*