আজ মহালয়ার দিনে আরজি করে অভয়ার “প্রতীকী মূর্তির” উন্মোচন হলো..

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

আজ বুধবার মহালয়ার দিনে আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হলো আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মরণে ‘প্রতীকী মূর্তি’।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বসানো হয়েছে অভয়ার সেই প্রতীকী মূর্তি। এই প্রতীকী মূর্তির কাছে এতদিনের আন্দোলনের বিভিন্ন মূহূর্তের ছবিও টাঙানো হয়েছে। পাশাপাশি পথনাটিকার মাধ্যমে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এর আগে স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান-বিক্ষোভের সময়েই জুনিয়র ডাক্তারেরা প্রতীকী মূর্তি উন্মোচনের কথা ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল, মহালয়ার দিনেই এই আভয়ার মূর্তি উন্মোচন করা হবে আনুষ্ঠানিক ভাবে। সেই মতো বুধবার সকাল ১১টা নাগাদ মূর্তি উন্মোচিত হয়।
হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনের ফাঁকা জায়গায় ওই প্রতীকী মূর্তি বসানো হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, ফাইবারের তৈরি মূর্তিটির সাথে ধর্ষিতা এবং নিহত চিকিৎসক পড়ুয়ার চেহারার কোনও মিল নেই। শুধুমাত্র নারীর যন্ত্রণার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে মূর্তিটিতে। ভাস্কর অসিত সাঁই পারিশ্রমিক না নিয়ে ফাইবার গ্লাসের এই মূর্তিটি তৈরি করে দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*