জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আব্দুল্লাহ

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

 

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লা।এতদিন কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর।
এবছরই প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে উপত্যকায়, তাতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে তাঁর দল ন্যাশনাল কনফারেন্স। সেই মতো বুধবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওমরকে শপথবাক্য পাঠ করান। নির্বাচনে একসঙ্গে লড়াই করলেও, ওমরের সরকারে শামিল হচ্ছে না কংগ্রেস।
মুখ্যমন্ত্রী ওমরকে নিয়ে উপত্যকায় মোট ন’জন মন্ত্রী এবার শপথ নিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী। I.N.D.I.A শিবিরের শরিক, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, DMK-র কে কানিমোঝি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শরদ পওয়ার) সুপ্রিয়া সুলে, আম আদমি পার্টির সঞ্জয় সিংব এবং PDP-র মেহবুবা মুফতিও উপস্থিত ছিলেন শ্রীনগরে।
ওমরের সঙ্গে উপত্যকার মন্ত্রী হিসেবে শপথ নেন সতীশ শর্মা, সাকিনা ইতু, জাভেদ দর, সুরেন্দ্র চৌধুরী, জাভেদ রানা। সুরেন্দ্র ওমরের ডেপুটি হিসেবেও দায়িত্ব গ্রহণ করলেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*