রোজদিন ডেস্ক :-
চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের বৈঠক নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গ। বলা হল, নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের ওই বৈঠক ‘আন্দলনের পরিপন্থী’।
আরজি কর কাণ্ডের বিচার সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা অনশন চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকার যতই বলুক পদক্ষেপ নেওয়া হচ্ছে, ডাক্তাররা তা মানতে রাজি নন। এই পরিস্থিতির মধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেছিলেন সিনিয়র ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তার পরপরই প্রশ্ন ওঠা শুরু হয়েছিল নানা মহলে- তবে কি জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনও কথা হল? যদিও সে ব্যাপারে কিছু বলতে চাননি দু’জনেই।
এবার সেই বৈঠকের কড়া প্রতিক্রিয়া জানিয়ে চিঠি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গ। লিখলেন, ‘ডা: নারায়ণ ব্যানার্জি কোনও চিকিৎসক সংগঠনের কোনও প্রতিনিধি কিনা আমরা জানি না। তিনি ব্যক্তির এক্তিয়ারে কারও সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু জুনিয়ার-সিনিয়র চিকিৎসক ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি।’
সংগঠনের তরফে আরও লেখা হয়, ‘তিনি এমন একজনের সঙ্গে বৈঠক করেছেন যিনি প্রতিনিয়ত এই আন্দোলনকে ও তার সঙ্গে যুক্ত চিকিৎসক ও বৃহত্তর জনমণ্ডলীকে অতি কদর্য ভাষায় আক্রমণ করছেন। আমরা মনে করি নারায়ণবাবু আন্দোলনের পরিপন্থী ভূমিকা পালন করেছেন। তার এই আচরণকে আমরা সমর্থন করছি না।’
প্রসঙ্গত, নারায়ণ বন্দ্যোপাধ্যায় এর আগেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, কী আলোচনা হয়েছে তাঁদের মধ্যে তিনি বলতে পারবেন না। তাঁর কথায়, ‘ব্যক্তি এবং সাংবাদিক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে এসেছিলাম। সম্পূর্ণ ব্যক্তিগত কারণ। আমাদের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে, আমি বলতে পারব না।’
অন্যদিকে কুণাল ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী থেকে সিনিয়র ডাক্তার এবং অভিভাবক, তাঁরা এই অনশন চাইছেন না। তবে রাজনীতির জন্য ছেলেমেয়েগুলিকে ব্যবহার করতে চাইছেন যাঁরা, তাঁরা অনশনের পক্ষে। বাচ্চা ছেলেমেয়েগুলিকে রাজনীতির কারণে ব্যবহার করা হচ্ছে।’
Be the first to comment