আগামী বছরই হতে চলেছে বাংলাদেশে নির্বাচন, জানালেন ইউনুসের উপদেষ্টা

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

ফের বাংলাদেশে নির্বাচন হতে চলেছে আগামী বছর! দেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন নির্বাচন কমিশন গঠন-সহ প্রাকনির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার পর ২০২৫ সালে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে৷

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। ‘দ্য ঢাকা ট্রিবিউন’ আসিফ নজরুলকে উদ্ধৃত করে জানিয়েছে, নতুন নির্বাচন কমিশন গঠনে সহায়তার জন্য দ্রুত একটি সার্চ কমিটি গঠন করা হবে৷
নতুন নির্বাচন কমিশন ত্রুটিহীন ভোটার তালিকা তৈরি করবে৷ তারপর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে এক প্রশ্নের জবাবে আইনি উপদেষ্টা বলেন, “আমি বাস্তবসম্মতভাবে মনে করি, আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। এর অনেক কারণ রয়েছে। এটি অবশ্য আমার প্রাথমিক অনুমান।”
দেশে রাজনৈতিক পালাবদলের পর দু’মাস পেরিয়েছে। হাসিনা সরকারের পতনের পর বর্তমানে বাংলাদেশে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। যদিও দেশের প্রধান উপদেষ্টা ইউনুস, সরকারে আসার পর পরই দাবি করেছিলেন, তাঁর কাজ হবে যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন পরিচালনা করা৷ দিন কয়েক আগে আট সদস্যের নতুন নির্বাচন কমিশন গড়েছে ইউনুস সরকার। কিন্তু নির্বাচনের দিনক্ষণ নিয়ে সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি। দায়িত্ব গ্রহণের পর দেশের সংস্কারের উপর বেশি করে জোর দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ইউনুস।
কয়েকদিন আগে তিনি আরও জানিয়েছিলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে আসার চেষ্টা হবে। ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এবার অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানালেন, আগামী বছরের মধ্যেই হতে পারে নির্বাচন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*