আন্তর্জাতিক সম্মান পেল রাজ্যের দুগ্ধ সংস্থা, ‘সুন্দরীনি’ নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

আন্তর্জাতিক মঞ্চে আরও এক সাফল্য পেল রাজ্য সরকার। প্যারিসে আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন স্বীকৃতি দিয়েছে রাজ্যের ডেয়ারি সংস্থা ‘সুন্দরীনি’কে। এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী এই দুগ্ধ সংস্থার সঙ্গে যুক্ত। ‘সুন্দরীনি’ নামের এই দুগ্ধ সমবায় সংস্থা সুন্দরবন এলাকার মহিলাদের জীবন কার্যত বদলে দিয়েছে বলেই দাবি করে রাজ্য সরকার। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ২ হাজার লিটার দুধ উৎপাদন করে এই সংস্থা এবং দক্ষিণ ২৪ পরগনার প্রায় সাড়ে ৪ হাজার মহিলা এই সংস্থার সঙ্গে যুক্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”আমরা সুন্দরবনের মহিলাদের সাফল্যে উচ্ছ্বসিত। সুন্দরীনি দুগ্ধ সমবায়ের সঙ্গে যুক্ত মহিলা এবং আধিকারিকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি।” একই সঙ্গে তিনি এও জানান, শুধু ২০২৩-২৪ অর্থবর্ষে ‘সুন্দরীনি’র আয় ছিল ৪ কোটি টাকা। দুধ উৎপাদনের পাশাপাশি প্রতিদিন এই সংস্থা উৎপন্ন করে প্রায় ২৫০ কেজি দুগ্ধজাত পণ্যও।
তিনি এও জানিয়েছেন, আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মানে সম্মানিত করা হয়েছে ‘সুন্দরীনি’কে। গোটা বিশ্বের মোট ১৫৩টি ডেয়ারি সংস্থা ওই সম্মানের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*