রোজদিন ডেস্ক :- মঙ্গলবার বিকালে কালিকাপুরে ঝুপড়িতে বিধ্বংসী আগুনে পুড়লো অন্তত চারটি ঘর। এদিন বিকালের পর আচমকাই ওই ঝুপড়িতে আগুন লেগে যায়। প্রথমে দু’টি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে পরে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এদিন বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। কালিকাপুরের যে জায়গায় আগুন লেগেছে, একেবারে ঘিঞ্জি জনবসতি এলাকা। আগুনের ভয়াবহতা এতটাই ছিল, চারটি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এমনকী পাশে থাকা একটি পাকা বাড়ির একাংশেও আগুন ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারও ফেটে যায়। এলাকাবাসী আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে কি কারণে এই আগুন লাগল তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, চিলতি বছরের ফেব্রুয়ারি মাসে আনন্দপুরের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। প্রায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায় ওই অগ্নিকান্ডে।
Be the first to comment