রোজদিন ডেস্ক :- ফের রাজ্য পুলিশে রদবদল। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান পদ থেকে সরানো হল মুরলীধর শর্মাকে। পাশাপাশি হাওড়া কমিশনারেটেও একাধিক পদে রদবদল করল নবান্ন।
সম্প্রতি, কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অপরাধ ঘটে চলেছে। যা দেখে অনেকে গোয়েন্দা বিভাগের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে। এর মাঝেই ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানকে বদলে দিল নবান্ন। মুরলীধর শর্মা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁকে পাঠানো হল বারাকপুর রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে, যেখানে ইতোমধ্যে দায়িত্বে ছিলেন ড. প্রণব কুমার। তাঁকে নিয়ে আসা হল কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে, এর পাশাপশি তিনি ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বও নেবেন।
এছাড়াও হাওড়া কমিশনারেটেও একাধিক পদে পরিবর্তন করা হয়েছে। হাওড়া (গ্রামীণ) পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়াকে সাইবার ক্রাইমের সুপার পদে নিয়োগ করা হয়েছে। হাওড়া ডিসি (সাউথ) পদে থাকা বিশ্বজিৎ মাহাতোকে ডিসি সেন্ট্রাল (হাওড়া) হিসেবে বদলি করা হল, এবং সেন্ট্রাল ডিসি (হাওড়া) পদে সুবিমল পালকে হাওড়া (গ্রামীণ) সুপার হিসাবে নিয়ে।আাসা হয়। পাশাপাশি আইবি সুরিন্দর সিংকে ডিসি সাউথ (হাওড়া) পদে নিয়োগ করা হয়েছে।
হাওড়ার ডিসি (সাউথ) পদে নতুন দায়িত্ব নিয়েছেন সুরিন্দর সিং, যাকে আইবি থেকে আনা হয়েছে। এই পরিবর্তনগুলো একদিকে যেমন পুলিশের কাঠামোতে নতুন নেতৃত্বের আগমন ঘটিয়েছে, তেমনই অপরদিকে পুলিশ বিভাগের কার্যক্রমে নতুন দিশা ও তৎপরতা আনতে পারে বলে মনে করা হচ্ছে।
Be the first to comment