রোজদিন ডেস্ক :- হিন্ডেনবার্গ রিপোর্টের পর ফের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌর প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘুষ-কাণ্ডে নাম জড়িয়েছে গৌতম আদানির ভাইপো সাগর আদানিরও৷
সিকিউরিটিজ জালিয়াতি এবং সিকিউরিটিজ এবং তারের জালিয়াতি করার ষড়যন্ত্রের অভিযোগে বুধবার ৬২ বছরের গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং অন্য একটি ফার্মের জন্য ১২ গিগাওয়াট সৌরশক্তির বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যার বর্তমান অর্থমূল্য ২২০০ কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তাঁর ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত। একই সঙ্গে, তা গোপন করে বিনিয়োগকারীদের প্রতারিত করেছেন বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনও। সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।
রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছে।
Be the first to comment