‘সিআইডির পুরো রদবদল করব’ বললেন মমতা, শহরের শপিং মলগুলোতেও বিশেষ সতর্কতা নিতে হবে

Spread the love

রোজদিন ডেস্ক :–  বৃহস্পতিবার বিকালে নবান্নের প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশকে নিয়ে ক্ষোভ উগরে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি রাজ্যের গোয়েন্দা সংস্থার সিআইডির সর্বস্তরে রদবদলের কথাও জানান। এছাড়াও স্পেশ্যাল টাস্ক ফোর্স ও অ্যান্টি করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করার বিষয়ে সরব হন মমতা। এদিন ডিজি রাজীব কুমারকে সরাসরি পুলিশ নিয়ে নানান বিষয়ে ক্ষোভের কথা জানান মুখ্যমন্ত্রী।

এদিন মমতা ডিজি রাজীব কুমারের উদ্দেশে বলেন,’তুমি এসটিএফকে শক্তিশালী করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে শক্তিশালী করো। আমি সিআইডির পুরো রদবদল করব। পুরোটা।’ এছাড়াও তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়টি যাচাই করে কড়া পদক্ষেপ যেন নেওয়া হয়।
পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন থেকে শপিং মলগুলিকে সাবধান হতে আবেদন জানাব। আমরা কিছু কিছু অভিযোগ পেয়েছি। কিছু জায়গায় জাল নোট ঢুকছে।’ শপিং মলগুলিকে ভিন রাজ্য বা ভিন দেশের সমাজ বিরোধীরা ‘আস্তানা’ হিসেবে ব্যবহার করছে।’
আন্তর্জাতিক সীমানা পেরিয়ে জাল নোট রাজ্যে ঢুকছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য জানান তিনি। মমতা বলেন, ‘ এখন থেকে সমস্ত আন্তর্জাতিক সীমানা এলাকা, আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নাকা চেকিং করতে হবে। সাধারণ মানুষকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আবেদন করব।’ সব জায়গায় নাকা চেকিং বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জাল নোটের পাশাপাশি রাজ্যে বেআইনি অস্ত্র পাচারের বাড়বাড়ন্ত হওয়া নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘রেলপথে অনেক অস্ত্র আসছে। আমরা ১৭/১৮টি অস্ত্র কারখানা খুঁজে বের করেছি বিহারের দিকে। সেখান থেকে অস্ত্র আসছে।’ এ ব্যাপারে আরপিএফ এবং জিআরপিএফেরও আরও সতর্ক হওয়া উচিত বলে জানান মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে রেলের কর্তাদের সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনকে বৈঠকে বসারও প্রস্তাব দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*