রোজদিন ডেস্ক :- বাঁকুড়ার আদ্রা-খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয় একটি মালাগাড়ি। জানা যায় রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায়।পিয়ারডোবার কাছে পাথর নামানোর কাজ চলছিল।
সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্য়ুত হয়ে যায়। কী কারণে লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ফলে দক্ষিণ পূর্ব রেলের একাংশে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে ভোগান্তির মুখে যাত্রীরাও। আদ্রা, গড়বেতার কাছে দাঁড়িয়ে একাধিক ট্রেন। ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা।
এর আগে চলতি মাসেই ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকে পড়ে।
Be the first to comment