পারথে টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়

Spread the love

রোজদিন ডেস্ক :-  পারথে টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার হলো ঐতিহাসিক জয়। এই সিরিজের প্রথম ম্যাচটা পারথের অপ্টাস স্টেডিয়ামে করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়লাভ করেছে। রোহিত শর্মা এই ম্যাচে না খেলার জন্য জসপ্রীত বুমরাহের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার। আর এই প্রথমবার বুমরাহের নেতৃত্বে টিম ইন্ডিয়া কোনও টেস্ট ম্যাচে জয়লাভ করেছে। সেকারণে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি টিম ইন্ডিয়ার অধিনায়ক। টস জিতে তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

ম্যাচের প্রথম ইনিংসে যখন টিম ইন্ডিয়া মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল, তখন এই চমকপ্রদ ফলাফল কেউ কল্পনাও করতে পারেননি।
১৬১ রান করে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ৭৭ রান করে তাঁর পাশে থাকেন কেএল রাহুল। এরপর বিরাট কোহলি ১০০ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ভারত ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ঐতিহাসিক জয় এনে দেখালো।
ম্যাচের শেষে বুমরাহ বলেন, ‘খুব খুশি। প্রথম ইনিংসে আমরা যথেষ্ট চাপে ছিলাং। কিন্তু যেভাবে কামব্যাক করেছি, তা এককথায় অসাধারণ।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*