‘আদানি গোষ্ঠীর সিইও মোদী’ বললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র মিতা চক্রবর্তী

Spread the love

রোজদিন ডেস্ক :- ‘আদানি গোষ্ঠী যেভাবে পলিটিক্যাল ফান্ডিংয়ের নাম করে দেশের সমস্ত সম্পত্তি কিনে নিচ্ছেন প্রধানমন্ত্রীর অঙ্গুলিহেলনে, তাতে মনে হয় আদানি গ্রুপে সিইও দেশের প্রধানমন্ত্রী’। এমনই তোপ দাগলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র মিতা চক্রবর্তী।

সোমবার বিকালে প্রদেশ কংগ্রেসের রাজ্যের মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে আদানির ইস্যুতে তোপ দাগলেন কংগ্রেস। এদিন মিতা চক্রবর্তী বলেন, ‘দেশের সংবিধান বাচানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস’। সোমবার আদানি বির্তকে তৃণমূলকেও এক হাত নেন তিনি। মিতা বলেন, ‘আদানি ইস্যুতে তৃণমূলকে সাংগঠনিকভাবে প্রকাশ্যে সরব হতে দেখা যাচ্ছে না, কেউ কেউ ব্যাক্তিগতভাবে বলছেন। হয়তো তাদের সঙ্গে আদানির সু-সম্পর্ক আছে তাই।’
এদিন তিনি বলেন, “রাহুল গান্ধির যে দাবি জতি গণনা, সেই জাতি গগনা আজও দেশের সরকার কি কারণে করলো না তাও আমাদের কাছে স্পষ্ট নয়। ২০১১ সালের পর জাত গণনার তথ্য আমাদের কাছে নেই।”
প্রসঙ্গত, সংবিধান রক্ষার্থে গোটা দেশজুড়ে দুই মাসের কর্মসূচি ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। তাই সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে আম্বেদকের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে, তারপর উত্তর কলকাতার বেশকিছু স্কুলে সংবিধান প্রদান করা হবে। এরপর সংবিধান রক্ষার দাবিতে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে বেলা ১টায় এক মিছিলের আয়োজন করা হয়, যেটি শ্যামবাজার পাঁচ মাথা মোর পর্যন্ত যাবে।
উল্লেখ্য, এই প্রদেশ কংগ্রেসের সভাপতি টেলিফোনিক বার্তাও সাংবাদিকদের জানান, ‘দেশের বিজেপি সরকার সংবিধানকে ধ্বংস করতে চাইছে, তাঁরা সংবিধানকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তাই সকল মানুষের উচিত সংবিধান রক্ষার্থে রাস্তায় নামা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*