রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে

Spread the love

রোজদিন ডেস্ক :-  রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য সমস্যার কারণে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা সোমবার রাতে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ‘উদ্বেগের কোনও কারণ নেই।’ তাদের মতে গভর্নর “অ্যাসিডিটি অনুভব করছিলেন”। তাঁর অবস্থা স্থিতিশীল। ওই মুখপাত্র বলেন, ‘তিনি এখন ভাল আছেন এবং আগামী ২-৩ ঘন্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান গত সপ্তাহে বলেন, ভারতে প্রায় ৬৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার মজুদ রয়েছে। তিনি দাবি করেন, পর্যায়ক্রমিক উত্থান-পতন সত্ত্বেও দেশের মুদ্রাস্ফীতির হার মাঝারি থাকবে বলে আশা করা হচ্ছে। খাদ্য মুদ্রাস্ফীতির কারণে ভারতের মুদ্রাস্ফীতির হার অক্টোবরে বেড়ে ৬.২ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ৫.৫ শতাংশ ছিল।
মুদ্রাস্ফীতির বিষয়টিকে একটি হাতির সঙ্গে তুলনা করে শক্তিকান্ত দাস মন্তব্য করেন, ‘এখন হাতিটি ঘর থেকে হাঁটতে বেরিয়েছে, তারপর আবার জঙ্গলে ফিরে যাবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*