মঙ্গলবার নৈহাটিতে বড়মাকে পুজো দিয়ে বেশ কিছু উন্নয়নের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :- মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নৈহাটি ফেরিঘাটের নাম হবে এবার বড়মার নামে। শুধু নতুন নামকরণ নয়, রাজ্য সভার সাংসদ তহবিল থেকে ১০ লাখ টাকা ব্যয়ে সেজে উঠবে নৈহাটির ঘাটও। বসানো হবে হাইমাস্ক আলোও। পাশাপাশি ফেরিঘাটে তৈরি হবে পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন হয়। এর মধ্যে অন্যতম নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেখানে বড় ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনৎ দে। নির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয়ী প্রার্থী মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছিলেন নৈহাটিতে আসার।

এরপরই মুখ্যমন্ত্রী সনতের আবদারে সম্মত হয়ে বড়মার মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই পরিকল্পনা মতোই নৈহাটিতে এসে এদিন পুজো দিয়ে গেলেন মমতা।

এদিন বিকেল তিনটের একটু আগে বড়মার মন্দিরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন পুরোহিত ও মন্দিরের পরিচালন কমিটির কর্মকর্তাদের সঙ্গে।


মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মা-মাটি-মানুষের গোত্র নামে বড়মাকে শাড়ি, ফুল দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ঘণ্টা বাজিয়ে মঙ্গলারতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পুরোহিতদের নিয়ম ও নিষ্ঠা মেনে পুজো করার কথা মনে করিয়ে মমতা বলেন, তাঁর বাড়িতেও প্রতিবছর মায়ের পুজো হয়। তাই আচার, অনুষ্ঠান সবটাই জানা।

এদিন এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার জন্য নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি পরিষেবা চালুর কথাও জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যারাকপুরে আপনারা পার্থকে জিতিয়েছেন। ও এমপি ল্যাড থেকে দুটি হাসপাতালের ওপিডির জন্য ২ কোটি করে মোট ৪ কোটি টাকা বরাদ্দ করেছে।
এদিন তিনি তাঁর বক্তব্যের শুরুতেই মনে করালেন ৫ বছর আগেকার স্মৃতিকথা। কীভাবে তিনি নিজে পার্টি অফিসে বসে নৈহাটিবাসীকে অভয়বাণী দিয়েছিলেন, সেকথাও বললেন। রাজনৈতিক মহলের একাংশের মত, ভাটপাড়া সংলগ্ন নৈহাটিতে পুজো দিয়ে আসলে অর্জুন সিংকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


মমতা বলেন, বললেন, ”আমাদের দলীয় কার্যালয় খুলতে হবে বলে আমি খুলিনি। আমি চেয়েছিলাম, আমাদের দেখে যাতে এলাকাবাসী আশ্বস্ত হন। তার আগে তো রাস্তায় কেউ বেরতে পারছিলেন না। আমি সবসময় চাই, এই বারাকপুর, নৈহাটি, ভাটপাড়া এলাকায় শান্তি বজায় থাকুক।”
উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে রাজ্যের ৬ আসনে তৃণমূল কংগ্রেসের উপর সমর্থন রাখার কারণে নৈহাটি-সহ রাজ্যবাসীকে করজোড়ে কৃতজ্ঞতা জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন নৈহাটির বিজয়ী প্রার্থী সনৎ দে ও ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তী-সহ বিশিষ্টরা।
গত বছর শতবর্ষ পেরিয়েছে নৈহাটির বড়মার পুজো। কয়েক লক্ষ টাকা খরচ করে মন্দিরের সংস্কার করা হয়েছে। করা হয়েছে মন্দিরের সৌন্দার্যায়ন। গত বছর বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, নৈহাটি বিধানসভা উপনির্বাচনে ৪৯ হাজার ১৯৩ ভোটে জয়ী হয়েছেন নৈহাটি উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সনত দে। বিজেপির প্রার্থী রূপক মিত্রকে পরাজিত করেন তিনি। রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনেই ভাল ফল করেছে তৃণমূল। উচ্ছ্বসিত দলের কর্মীরা। খুশির আবহেই বড়মার দর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*