রোজদিন ডেস্ক :– বাংলাদেশে ইসকন-কে নিষিদ্ধ করার রিট পিটিশন খারিজ করে দিল বাংলাদেশের হাইকোর্ট। পাশাপাশি আদালত জানিয়ে দেয় স্বতঃপ্রণোদিত হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।
বাংলাদেশে ইসকন-কে নিষিদ্ধ করতে চেয়ে আবেদন জমা পড়ে আদালত। ইসকন-কে ‘ধর্মীয় মৌলবাদী সংস্থা’ বলে উল্লেখ করে বাংলাদেশ সরকারও। তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ হয়ে গেল আদালতে।
ইসকন-এর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। এর পরই ইসকন-কে নিষিদ্ধ করার দাবি ওঠে বাংলাদেশে। সেই নিয়ে বৃহস্পতিবার আদালতে নিজেদের অবস্থানও জানায় মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ইসকন-কে নিষিদ্ধ করার পক্ষে বা বিপক্ষে কিছু বলেনি বাংলাদেশের সরকার। বরং জানানো হয়, সরকার যথেষ্ট পদক্ষেপ করছে। সরকার নিস্ক্রিয় হয়ে বসে নেই। এদিন হিংসা, অশান্তি রুখতে কী কী পদক্ষেপ করা হয়েছে এখনও পর্যন্ত, আদালতে জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
এদিন বিচারপতি পারহা মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানতে চায় সরকার পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদউদ্দিন। তিনি ব্যাখ্যা দিয়ে জানান, সরকার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। একটিতে ১৩, একটিতে ১৪ এবং অন্যটিতে ৪৯ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৩৩ জন। পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী হত্যার বিষয়েও আদালতে প্রশ্ন করা হয় সরকার পক্ষকে। সরকার জানায় সিসিটিভি বসানো হয়েছে। বিভিন্ন ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় পুলিশ যথেষ্ট তৎপর। সরকারের পদক্ষেপ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হাইকোর্ট।
Be the first to comment