রোজদিন ডেস্ক :- আরজি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পড়ল আলিপুর আদালতে। চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার প্রথম চার্জশিট জমা পড়তেই দেখা গেল, সেখানে রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের নাম।
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার সূত্র ধরে সামনে আসে হাসপাতালের দুর্নীতি। আদালতের নির্দেশে সেই ঘটনারও তদন্ত করছে সিবিআই। উঠে আসছে একের পর এক বেনিয়মের অভিযোগ। ডাক্তারি পড়ুয়াদের ‘হাউসস্টাফশিপ’ নির্দিষ্ট সময়কালের মধ্যে শেষ করার নিয়ম থাকলেও তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর ঘনিষ্ঠ ছাত্রছাত্রীদের সেই মেয়াদকাল খেয়াল খুশিমতো বাড়িয়ে দিতেন বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মেডিকেলের সরঞ্জাম কেনার নামে টেন্ডার থেকে শুরু করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, একাধিক বিষয়ে সন্দীপের দিকে আঙুল ওঠে। এই ঘটনায় সন্দীপের সাগরেদ হিসাবে বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলি খানও প্রথম থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিল। এদিন চার্জশিটে সকলেরই নাম রয়েছে। নাম রয়েছে আশিস পাণ্ডেরও।
সিবিআইয়ের আরও দাবি ছিল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল সহ অন্তত ১৮টি ডিজিটাল ডিভাইসের ‘ক্লোনিং’ করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখছে সিবিআই। ওই যন্ত্রগুলিতে থাকা নথি থেকে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সোমবার সন্দীপের গ্রেপ্তারির ৯০ দিন পূর্ণ হবে। তার আগেই এদিন চার্জশিট পেশ করল সিবিআই।
Be the first to comment