দ্বিধা-দ্বন্দ্ব ভুলে বিধানসভায় বোস, শপথ বাক্য পাঠ করালেন নবনির্বাচিত ৬ বিধায়ককে, ওয়াক আউট বিজেপির

Spread the love

রোজদিন ডেস্ক :-  সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে বিধানসভায় হাজির হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সম্প্রতি রাজ্যের উপনির্বাচনে জয়ী শাসক দলের ৬ বিধায়ককে সোমবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি বিধায়কেরাও এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে বিধানসভার গেটে রাজ্যপাল সি ভিন আনন্দ বোস পৌঁছলে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন। অনুষ্ঠানে সবার প্রথমে শপথ নেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সংগীতা রায়। তারপর শপথ নেন জয়প্রকাশ টোপ্পো। এই দুই বিধায়ক শপথ নেওয়ার পর ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। শপথ বাক্য পাঠের পর নৈহাটির বিধায়ক সনৎ দে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ বলেন। পাশাপাশি মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, ‘দুই মায়ের কথা বলব। এক আমার জন্মদাত্রী মা। তাঁকে আমি প্রণাম করে এসেছি। আর প্রণাম জানাচ্ছি আরেক মা যিনি আমায় এখানে আসার সুযোগ করে দিয়েছেন। গত সাড়ে তিন মাস বাংলাকে বদনাম করেছে। মেদিনীপুরের মানুষ প্রমাণ করে দিয়েছে কীভাবে তার বদলা নিতে হয়।’
অন্যদিকে, অনুষ্ঠান শপথ অনুষ্ঠান শুরু হতেই বিধানসভা কক্ষে থাকলেন না কোনও বিজেপি বিধায়ক।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া। ছয়টি আসনেই জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। এরপরই নিয়ম মেনে বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথের বিষয়টি নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। পরিষদীয় দলের তরফেও রাজ্যপালের কাছে একটি বার্তা পাঠানো হয়। তারপরই, রাজভবনের তরফে জবাবি চিঠিতে জানানো হয়, সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজেই বিধানসভায় গিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন। সেই মতো আজ বেলা ১২টার কিছু পরে বিধানসভায় পৌছালেন রাজ্যপাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*