রোজদিন ডেস্ক :- আই পি এস অফিসার হিসেবে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন মাইসুরু থেকে হাসন আসা ২৭ বছরের তরুণ অফিসার হর্ষ বর্ধন। কিন্তু আচমকা এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে তাঁর।
মধ্যপ্রদেশের ছেলে হর্ষবর্ধন কর্ণাটকে যাওয়ার পথে হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়েন এবং শেষ হয়ে যায় তাঁর জীবন।
সূত্রের খবর, রবিবার বিকেলে হর্ষবর্ধন যখন পুলিশের গাড়িতে করে কর্ণাটকের হাসান জেলায় যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ গাড়ির একটি চাকা ফেটে যায়। সশব্দে ওই চাকা ফাটলে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাড়িতে গিয়ে ধাক্কা দেয়। বাড়িটি যেমন ভেঙে পরে তেমন তার ধাক্কায় আরও একটি গাছ হুড়মুড়িয়ে ভাঙতে শুরু করে। গাড়ি দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় হর্ষবর্ধনকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপতালে নিয়ে যাওয়া হয়। তবে আর শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভর্তির পরেই হর্ষবর্ধনের মৃত্যু হয় বলে জানা যায়।
Be the first to comment