রোজদিন ডেস্ক :- প্রাণ বাঁচাতে রাস্তার মোড়ে ছুটে এলেন এক যুবক। গলা কেটে অঝোরে পড়ছে রক্ত। আর সেই রক্তে ভেসে যাচ্ছে তাঁর শরীর। এক যুবক রক্তাক্ত অবস্থায় মাঠের দিক থেকে প্রান বাঁচাতে শ্যামনগর মোড়ে ছুটে আসেন। স্থানীয়রা উদ্ধার করে আহত যুবককে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন চিকিৎসাধীন হাসপাতালে। আহত যুবক হাসিবুল মোল্লা শ্যামনগরের হলেন বাসিন্দা।
এখনো সঠিক ভাবে স্পষ্ট নয় যে ঠিক কি হয়েছিল ঘটনাস্থলে। তবে পুলিশ সূত্রে জানা যায় , ওই এলাকার দুই যুবক একসাথে মদ্যপান করার সময় বচসা হয়। আর সেই জেরে এই ঘটনা হতে পারে বলে অনুমান। অভিযুক্ত যুবক খোকন শেখ ঘটনার পর থেকে পলাতক ছিল। অভিযুক্তের খোঁজে অন্য জায়গায় তল্লাশি অভিযানে যায় মগরাহাট থানার পুলিশ। শেষমেশ খোকনকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত চলছে। ঘটনায় আহত যুবক হাসিবুল মোল্লাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।
Be the first to comment