রোজদিন ডেস্ক :- আটকে গেল রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ ট্রেন।সোমবার সকাল ৮.২০ নাগাদ বর্ধমান- সিউড়ি রোডের উপরে রেলগেটে একটি ডিম বোঝাই ট্রাক উল্টে যায়। জানা যায় , রেল গেট পেরনোর সময় উল্টে যায় লরিটি। যার জেরে থমকে যায় এক্সপ্রেস ট্রেন সহ লোকাল চলাচল। তৈরি হয় আচলা অবস্থা।
এই দুর্ঘটনার জেরে বর্ধমান জংশন স্টেশনে বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে যায়।প্রায় এক ঘণ্টা ধরে এই ভোগান্তি চলে। শেষ পর্যন্ত ৯.১৫ নাগাদ উল্টে যাওয়া লরিটিকে সরিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়।
বন্দে ভারতের পাশাপাশি বর্ধমান- আসানসোল এবং বর্ধমান রামপুরহাট শাখায় কার্যত থমকে যায় রেল পরিষেবা। হাওড়া এবং শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসও দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে।
Be the first to comment