জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস, শুনানি পিছিয়ে গেল একমাস

Spread the love

রোজদিন ডেস্ক :- জামিন পেলেন না বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের মামলার শুনানি ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই হিন্দু সন্ন্যাসীর হয়ে আদালতে মামলা লড়ার জন্য এদিন কোনও আইনজীবী রাজি ছিলেন না। এই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। যার অর্থ, আরও এক মাস জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে।

অন্যদিকে, আজ এই জামিনের মামলা আদালতে ওঠার ঠিক আগের রাতেই আবারও একটি নতুন মামলা রুজু হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এবারও জামিন অযোগ্য ধারাতেই মামলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস-সহ মোট ৭১ জনের বিরুদ্ধে। জানা গেছে, সোমবার স্থানীয় এনামুল হক চৌধুরী নামে একাধিক ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালি থানায় এই নতুন মামলা করেন বিস্ফোরক দ্রব্য আইনে।
ইসকন কলকাতার সহ সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস দাবি করেছেন, চিন্ময় প্রভুর আইনজীবী রমেন রায়ের উপর হামলা চালিয়েছে মৌলবাদীরা। আইসিইউতে ভরতি আছেন রমেন। ফলে চিন্ময় প্রভুর হয়ে আদালতে কে সওয়াল করেন, সেদিকে নজর ছিল সকলের। যদিও কোনও আইনজীবী রাজি হননি।
সোমবার ইসকন কলকাতার সহ সভাপতি এবং মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, ‘আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। তাঁর একমাত্র দোষ ছিল যে তিনি আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করেছিলেন। তাঁর উপর নৃশংস হামলা চালানো হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। এর জেরে তাঁকে আইসিইউতে ভরতি হয়েছে। সেখানে জীবনের সঙ্গে লড়াই করছেন (রমেন)।’
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের মামলায় ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে ৯ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর গ্রেপ্তারি ঘিরে উত্তাল বাংলাদেশ। ক্ষোভে ফেটে পড়েছে ভারতও। তাঁর জামিনের মামলার শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*