রোজদিন ডেস্ক :- হায়দ্রাবাদে আল্লু অর্জুনের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র পুষ্পা 2-এর প্রিমিয়ারের (Pushpa 2 ) সময় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ভক্তদের অভ্যর্থনা জানাতে আল্লু অর্জুনের আগমনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার ফলে হুড়োহুড়ি শুরু হয়। অভিনেতা কে এক ঝলক সামনে থেকে দেখার জন্য ভিড় উপচে পড়তে থাকে। যার জেরে ধাক্কাধাক্কি শুরু হয়। এক সময় এত ভিড় বারে যে অনেক মানুষ পদদলিত হয়ে পড়েন।
সংবাদ সূত্রে খবর, এই জনরোশ সামলাতে না পেরে রেবতী নামে এক মহিলার মৃত্যু ও ঘটে। এবং তাঁর 2টি ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
যারা আগে থেকেই থিয়েটারে মোতায়েন ছিলেন, তাঁরা অশান্ত ভিড়কে নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ প্রয়োগ করে হস্তক্ষেপ করে। সংঘর্ষে একজন মহিলা ও একটি ছেলে পড়ে গিয়ে আহত হয়। আহতদের দ্রুত নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
That kid parent deserves chappal treatment Taking kid for Night show 🤦🤦🤦 #Pushpa2 pic.twitter.com/CDFlWl9irU
— Sophia Vijay (@sansofibm) December 4, 2024
আরও অশান্তি এড়াতে পুলিশ থিয়েটারটি বন্ধ করে দেয়, এলাকাটি ঘেরাও করে এবং শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত কর্মী মোতায়েন করে। তবে ছবিটিকে ঘিরে উত্তেজনা থাকা সত্ত্বেও, ঘটনাটি প্রিমিয়ার ইভেন্টে ছায়া ফেলেছে।
এত কিছুর মধ্যেও অনেক প্রভাবশালী এবং অনুরাগী যারা এই ছবিটি দেখেছেন তাঁরা প্রশংসা করেছেন, যা বিশ্বব্যাপী ১২০০০ টিরও বেশি স্ক্রিনে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
Be the first to comment