![Screenshot_20241206_130235~2](https://www.rojdin.in/wp-content/uploads/2024/12/Screenshot_20241206_1302352-678x381.jpg)
রোজদিন ডেস্ক :- নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। শুক্রবার ইডি মামলায় জামিন পেলেন তিনি। তবে সুজয়কৃষ্ণর এখনই জেল মুক্তি ঘটছে না। কারণ, সিবিআইয়ের মামলাতেও নাম রয়েছে কালীঘাটের কাকুর। প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুজয়কৃষ্ণ। ইতিমধ্যে তাঁকে জেরা করতে চেয়ে নিম্ন আদালতে চার বার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে একাধিক শর্ত দিয়ে জামিন দেওয়া হয় কালিঘাটের কাকুকে।
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে বারেবারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নিয়োগ দুর্নীতির জট খুলতে তাঁর ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েজ ক্লিপিং এর সঙ্গে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা। সেজন্য আদালতে আবেদন জানান তাঁরা। পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএসকেএমের তরফে জানানো হয়, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না।
অসুস্থতার কারণ দেখিয়ে চারবারই হাজিরা এড়ানোয় এদিন নিম্ন আদালতে সিবিআইয়ের তরফে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার আবেদন জানানো হয়েছে। আদালত, ওই আবেদন মঞ্জুর করেছে বলে খবর। ৯ ডিসেম্বর কালীঘাটের কাকুকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে।
Be the first to comment