রোজদিন ডেস্ক :- কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির রাজ্যসভার আসনের নীচ থেকে উদ্ধার নোটের বান্ডিল। এনিয়ে শোরগোল বাঁধে দেশর উচ্চ কক্ষে। শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন, ‘বৃহস্পতিবার অধিবেশন শেষে রুটিনমাফিক তল্লাশি চলছিল সংসদে। সেইসময় নিরাপত্তারক্ষীরা ২২২ নম্বর আসনের নীচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করে। ওই আসনটি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির।’ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
তেলেঙ্গানা কংগ্রেসের টিকিটে থেকে রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছেন অভিষেক মনু সিংভি। এই বিষয়টি তাঁকে জানানো হয়েছে। অভিষেক মনু সিংভির কথায়, ‘রাজ্যসভার অধিবেশনে গেলে আমি নিজের সঙ্গে ৫০০ টাকার একটি নোট রাখি। বৃহস্পতিবার আমি বেলা ১২টা ৫৭ মিনিটে সংসদে পৌঁছই। ১টা থেকে অধিবেশন শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত ক্যান্টিনে বসেছিলাম। তারপর ফিরে আসি।’ এবিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বক্তব্য, ‘ঘটনা গুরুতর। এই ঘটনায় সংসদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমার বিশ্বাস এই মর্মে যথাযথ তদন্ত হবে।’ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত যথাযথ তদন্ত হচ্ছে কারও নামে কিছু বলা উচিত নয়।’
Be the first to comment