নতুন বছরের শুরুতেই চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক, তার আগেই সরানো হবে হাজরা পার্কের হকারদের

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতা :- নতুন বছরের শুরুতেই কলকাতাবাসীকে আরও একটি স্কাইওয়াক উপহার দিতে চলেছে কলকাতা পুরসভা। আর তার আগেই সরানো হবে হাজরা পার্কের হকারদের।

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের প্রায় ৬ বছর পর এবার চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। আর এই স্কাইওয়াকের কাজ শুরু হওয়ার সময় সেখানে যেসব হকাররা ছিলো তাদের সরিয়ে বসানো হয় হাজরা পার্কে। এবার ওই স্কাইওয়াক চালু হয়ে গেলে সেই হাজরা পার্ক থেকে হকারদের সরিয়ে দেওয়া হবে। কারণ স্কাইওয়াক চত্বরেই ফের তৈরি হবে নতুন মার্কেট। আর সেই নতুন মার্কেটেই হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা।

শুক্রবার এই বিষয় নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার, কলকাতা পুরসভার কমিশনার ধবল জেইন সহ হকারদের প্রতিনিধিরা। এই বৈঠকে আগামী এক মাসের মধ্যে হাজরা পার্ক হকার মুক্ত করতে আধিকারিকদের নির্দেশ দেন মেয়র।
সূত্রের খবর, এদিন মেয়রের উত্তরে আধিকারিকেরা জানিয়েছেন হকারদের তরফে আরও একমাস সময় অতিরিক্ত চাওয়া হয়েছে। আধিকারিকদের এই রিপোর্ট অনুযায়ী মেয়র জানিয়েছেন, সে ক্ষেত্রে আগামী দু মাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকাররা রয়েছে, তাদের বৈধ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী কালীঘাটের যে নতুন মার্কেট করা হবে সেখানে তাদের পুনর্বাসন দেওয়া হবে।

প্রসঙ্গত, কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল ২০২১ সালে অক্টোবর মাসে। দেড় বছরের লক্ষমাত্রা নিয়ে কাজ শুরু হলেও, ঠিকাদারি সংস্থাদের সমস্যার কারণে মাঝ পথেই বেশ কিছুদিন বন্ধ হয়ে যায় স্কাইওয়াক নির্মাণের কাজ। এরপর ওই ঠিকাদারি সংস্থা গুলির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় কলকাতার মেয়রকে। এরপরই আাবার দ্রুত গতিতে শুরু হয় স্কাইওয়াক নির্মাণের কাজ। তখন আবার অনেকেই ভেবেছিলেন চলতি বছর কালীপুজোতে এই স্কাইওয়াকের উদ্বোধন হবে। কিন্তু তাও সম্ভব হয়নি।
উল্লেখ্য, কালীপুজোর আগেই স্কাইওয়াকে কাজ পরিদর্শনে গিয়েছিলেন স্বয়ং মেয়র নিজেই। তখন তিনি জানিয়েছিলেন, চেষ্টা করা হচ্ছে এই বছরের মধ্যেই কাজ শেষ করার। কিন্তু চলতি বছর স্কাইওয়াক চালু না হলেও, নতুন বছরের শুরুতেই যে কালীঘাটের স্কাইওয়াক চালু হতে চলেছে তা আজকের বৈঠকের পর আরও স্পষ্ট হয়ে গেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*