নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে খুন হলেন তৃণমূল কর্মী, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ধর্মঘট

Spread the love

রোজদিন ডেস্ক :-  ফের শিরোনামে নন্দীগ্রাম। সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম৷ ভোটের সময় বোমাবাজি ও পরে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে৷ এই ঘটনার প্রতিবাদে সোমবার কাল থেকে নন্দীগ্রামে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছে তৃণমূল। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ দেখানো হয়।

তৃণমূলের অভিযোগ, সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে প্রথমে বোমাবাজি হয়৷ তার পর রাতে নন্দীগ্রামের কাঞ্চননগরের কালীচরণপুর গ্রামে বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। তাঁকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূলের এক বুথ সভাপতিও।
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে হামলার অভিযোগ করেছে শাসকদল। অভিযোগ, রবিবার রাতভর ওই এলাকায় তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ছিল কাঞ্চননগর হাইস্কুলে। ভোটকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। ভোট কেন্দ্রের দু’শো মিটারের মধ্যে বোমাবাজির ঘটনাও ঘটে। বিজেপির তরফে অভিযোগ করা হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করার জন্য বোমাবাজি করেছে। এমনকি লাঠি, বাঁশ নিয়ে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারিও হয়। যে ঘটনায় অনেকে আহত হন বলে জানা গিয়েছে। কিন্তু, সন্ধে নামতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। এবার বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের এনে গ্রামে তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। সেই সময়ই তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে ভোজালির কোপ মারা হয় বলে অভিযোগ। তাঁকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ওই বুথের তৃণমূলের সভাপতি গুরুপদ মণ্ডলকেও ভোজালির কোপ মারা হয়। তিনি নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে এ দিন সকাল থেকে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে। তৃণমূলের তরফে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হলেও, চাপা উত্তেজনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*