বিজয় মিছিল সেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তৃণমূল কর্মী

Spread the love

রোজদিন ডেস্ক :- সম্প্রতি তালডাংড়া বিধানসভা উপনির্বাচনে জয় পায় তৃণমূল। আর সেই তৃণমূলদলের বিজয় মিছিল সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃনমূল কর্মীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংড়া থানার মৌলা গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম তপন মল্ল। মৃত ও আহতরা সকলেরই বাড়ি চাঁদকুড়ি গ্রামে। ঘটনায় গুরুতর আহত ২ তৃনমূল কর্মীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বিজয় পাওয়ার উপলক্ষে গতকাল হাড়মাসড়া এলাকায় বিজয় মিছিলের ডাক দেয় তৃণমূল। সেই মিছিলেই যোগ দিয়েছিলেন চাঁদকুড়ি গ্রামের ৩ তৃণমূল কর্মী। মিছিল শেষে একটি বাইকে ৩ জন চেপে চাঁদকুড়ি গ্রামে ফিরছিলেন। ফেরার পথে মৌলা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার একটি কালভার্টে ধাক্কা মারে। খবর পেয়ে তালডাংড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তপন মল্লকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই আহতকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*