শান্তিপুরে ভয়ংকর দুর্ঘটনা, বাইক নিয়ে ট্রেনের তলায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল দেহ..

Spread the love

রোজদিন ডেস্ক :-  মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটলো শান্তিপুরের গোবিন্দপুর কালীবাড়ি এলাকায়। দূর থেকে আসছে ট্রেন দেখেও ভেবেছিলেন বাইক নিয়ে লাইন পেরিয়ে যেতে পারবেন। কিন্তু টা হলো না। বাইক নিয়েই ঢুকে গেলেন ট্রেন এর তোলায়। টুকরো টুকরো হয়ে গেলো সম্পুর্ণ দেহ। পুলিশ সুত্রে জনা নয় ব্যক্তির নাম শঙ্কর রায়। বয়স তাঁর ৪৫।

শান্তিপুর স্টেশন থেকে সকাল ৮ টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। ঠিক সেই মতো শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল, তখনই মোটরবাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি। ব্যবসা সূত্রেই সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের লোকজন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলেযায় শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ। উভয়ের সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোন গার্ডওয়াল না থাকার কারণে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে রেল কর্তৃপক্ষ যে সমস্ত ছোট বড় গলি রয়েছে, সেই গুলিগুলোকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*