রোজদিন ডেস্ক :- করোনার ভয়াবহ স্মৃতি এখনো ঝাপসা হয়নি। এরই মধ্যে খবর অস্ট্রেলিয়ার একটি ল্যাবরেটরি থেকে উধাও শতাধিক মারাত্মক ভাইরাসের নমুনা। সোমবার এক বিবৃতি প্রকাশ করে জানাল কুইন্সল্যান্ড সরকার।
অস্ট্রেলিয়ার অনলাইন মিডিয়া বিবৃতি অনুযায়ী, অস্ট্রেলিয়ার সরকার কুইন্স হেলথ জনস্বাস্থ্য বিভাগকে ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, নিখোঁজ প্রজাতিগুলির মধ্যে হান্টা ভাইরাসের একটি প্রজাতি কোনও কারণে ছড়িয়ে পড়লে তা অস্ট্রেলিয়ার জন্য গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর কারণ হতে পারে। অন্যদিকে লাইসাভাইরাস ভাইরাসের একটি প্রজাতি অদূর ভবিষ্যতে জলাতঙ্কের কারণও হয়ে পারে। জানা গিয়েছে, যে ল্যাব থেকে নমুনাগুলি নিখোঁজ হয়েছে সেখানে ভাইরাস এবং মশা এবং টিক-বাহিত রোগজীবাণুগুলির চিকিৎসা সংক্রান্ত গুরুত্বের জন্য ডায়াগনস্টিক পরিষেবা, নজরদারি এবং গবেষণা করা হয়।
প্রসঙ্গত, নিখোঁজ সংক্রামক নমুনাগুলি চুরি বা ধ্বংস করা হয়েছে কিনা তা জানা যায়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, এবং ‘সাধারণ মানুষের ঝুঁকির কোন প্রমাণ নেই।’ অস্ট্রেলিয়ার সরকার আপাতত বিষয়টি নিয়ে নবম পর্যায়ে তদন্ত শুরু করেছে।
Be the first to comment