রোজদিন ডেস্ক :- মাঝেমধ্যেই সংসদে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের শেষ সংসদ অধিবেশনেও তার ব্যতিক্রম হল না। এবার দেশের টেলিকম মন্ত্রীকে ‘লেডি কিলার’ বলে ফের বির্তকে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। বুধবার তাঁর বিরুদ্ধে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর কাছে অভিযোগ জানালেন, ভারতীয় জনতা পার্টির মহিলা সাংসদরা। সাংসদ তথা কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ব্যক্তিগত আক্রমণ করেন কল্যাণ। এদিন লোকসভায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কল্যাণ বলেন, ‘আপনি খুব সুদর্শন পুরুষ। কিন্তু, আপনি একজন খলনায়ক।’ এরপরই তিনি জোতিরাদিত্যকে বলেন আপনি একজন ‘লেডি কিলার’। এমন মন্তব্যে খড়্গহস্ত হয়েছেন বিজেপি মহিলা সাংসদরা।
এদিন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সাফ বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় সরি বলেছেন। আমরা সবাই হাউজে আসি দেশের উন্নতির উদ্দেশে। কিন্তু আত্মসম্মানের সঙ্গে কোনও আপস নয়। আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করেন, তাহলে এর উত্তরের জন্য তৈরি থাকবেন। আমি তাঁর ক্ষমা গ্রহণ করছি না।”
এদিন সকালে লোকসভায় বিজেপি সাংসদ তথা মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুমুল বচসা বাধে। তখন বিপর্যয় মোকাবিলা বিল নিয়ে আলোচনা হচ্ছিল। বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে আধঘণ্টার জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। সেই সময় শ্রীরামপুরের চারবারের তৃণমূল সাংসদ, মন্ত্রী জ্যোতিরাদিত্য সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। আর এতেই গুরুতর আপত্তি জানিয়েছেন, গেরুয়া শিবিরের মহিলা সাংসদরা।
এই প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “আমি কোনও মহিলাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। যা বলেছি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বলেছি। এর জন্য আমি তাঁর কাছে ক্ষমাও চেয়েছি।” কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর এই ক্ষমায় কোনও কাজ হবে না।
বিজেপির মহিলা সাংসদরা কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। অন্ধ্রপ্রদেশ বিজেপি সভাপতি দুগ্গাবতী পুরন্দেশ্বরী তৃণমূল সাংসদের কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। সভাপতির কথায়, “এটাই প্রথম নয়। সংসদে বারংবার মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সে রাজ্যের সাংসদের এরকম আচরণ শোভা পায় না।”
Be the first to comment