মমতার তৈরি প্রকল্পকে অনুসরণ এবার কেজরিওয়ালের

Spread the love

রোজদিন ডেস্ক :- মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানোর মা বোনেদের জন্য চালু মাসিক ভাতা ক্রমশ দেশের কোণায় কোণায় ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালুর কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড সরকার। এবার সেই পথেই পা বাড়ালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দল আপ।

মঙ্গলবার, দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করল অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী বিধানসভা নির্বাচনে আপ জিতলে ভাতার অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো।
আগামী বছর শুরুতেই বিধানসভা নির্বাচন দিল্লিতে। ইতিমধ্যেই জোরকদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন কেজরিওয়াল-সহ অন্যান্য আপ নেতারা। আর তার আগেই আপ শাসিত দিল্লি সরকারের তরফে বড় ঘোষণা করলেন আপের প্রধান কেজরিওয়াল। তিনি জানান, যদি সরকারে আসেন, তাহলে দিল্লি সরকারের মহিলা সম্মান যোজনার আওতায় মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা করে দেবে সরকার।
উল্লেখ্য, এর আগে তিনি জানান, অতিশী মারলেনার নেতৃত্বাধীন সরকার বর্তমানে দিল্লির মহিলাদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা প্রদানের স্কিমে মান্যতা দিয়েছে। তবে সামনে আর কয়েকদিনের মধ্যেই যেহেতু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, তাই এখনই প্রকল্প থেকে প্রাপ্তির টাকা অ্যাকাউন্টে এখনই ঘোষণা করা সম্ভব হবে না। তবে ২,১০০ টাকা (মাসে) দেওয়ার যে স্কিমের কথা বলা হয়েছে, তার রেজিস্ট্রেশন আগামিকাল থেকেই শুরু হবে।
কেজরিওয়াল বলেন,’ ভোটের দিনক্ষণ আর ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ঘোষণা হবে। ফলে টাকা ট্রান্সফার করা এখন সম্ভব হবে না।’ উল্লেখ্য, দিল্লিতে এই পরিকল্পনার কথা প্রথম ২০২৪-২৫ সালের বাজেটে প্রস্তাবিত ছিল। আর সেই প্রসঙ্গ উল্লেখ করে কেজরিওয়াল এদিন বলেন,’ আজ আমি দিল্লির মানুষের জন্য বড় একটি ঘোষণা করতে এসেছি। আমি কথা দিয়েছিলাম যে প্রতিটি মহিলাকে (দিল্লিতে) ১০০০ টাকা দেব। এই প্রস্তাব অতিশীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে। এই স্কিম দিল্লিতে লাগু হয়েছে। ভোটের ঘোষণা আর ১০ থেকে ১৫ দিনের মধ্যে হবে। ফলে টাকা ট্রান্সফার এখনই সম্ভব নয়।’ কেজরিওয়াল সাফ জানান, ‘কিছু মহিলা জানিয়েছেন যা মুদ্রাস্ফীতি তাতে ১০০০ টাকা প্রতি মাসে যথেষ্ট নয়। তাই কাল থেকে রেজিস্ট্রেশন শুরু হবে ২,১০০ টাকার হিসাব (প্রতি মাসে) ধরে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*