রোজদিন ডেস্ক :- চেন্নাইয়ের একটি হাসপাতালে বৃহস্পতিবার মধ্যরাতে ত্রিচি রোড এলাকায় আগুন এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন হঠাৎই স্থানীয়রা। আগুন লেগে মৃত্যু হল ছয় শিশু-সহ অন্তত ছ’জনের। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওই হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে।
ঘটনাস্থলে দমকলকে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পৌঁছয় উদ্ধারকারী দলও। রোগীদের উদ্ধার করে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। উদ্ধারকাজ যখন শেষের পথে তখন হাসপাতালের লিফ্টের ভিতর থেকে বেশ কয়েক জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন। কয়েক জন এখনও চিকিৎসাধীন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়েই ছ’জনের মৃত্যু হয়েছে।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে হাসপাতালে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Be the first to comment