এবার বাস্তবে পুলিশের হাতে আটক হলেন’ পুষ্পা’র অভিনেতা আল্লু

Spread the love

রোজদিন ডেস্ক :– এবার বাস্তবে পুলিশের হাতে আটক হলেন পুষ্পার অভিনেতা আল্লু অর্জুন। সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলা মৃত্যুর ঘটনায় আটক আল্লু অর্জুন। চিক্করপল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে অভিনেতাকে। এদিন অভিনেতাকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ। নিয়ে যাওয়া হয়েছে থানায়। ইতিমধ্যেই থানার চারপাশে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। সন্ধ্যা থিয়েটারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার মামলায় খারিজের জন্য ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালীন দর্শকদের ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ৩৫ বছর বয়সী এক মহিলা, তাঁর নাম রেবতী। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছিল তাঁর ১৩ বছরের ছেলে শ্রী তেজ। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য থিয়েটারের মালিক, ম্যানেজার এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর রাতে সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার শো দেখতে বহু মানুষের ভিড় জমে। জানা যায়, আল্লু অর্জুন নিজে শোতে উপস্থিত থাকবেন, এ খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনা বাড়ে। রাত ৯.৩০টা নাগাদ আল্লু অর্জুন থিয়েটারে পৌঁছলে ভিড় আরও বেড়ে যায়। তাঁর নিরাপত্তা টিম ভিড় সামাল দিতে চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দর্শকরা একসঙ্গে থিয়েটারে ঢোকার চেষ্টা করলে নীচতলার ব্যালকনিতে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে রেবতী ও তাঁর পুত্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। পুলিশ তৎক্ষণাৎ লাঠিচালানো শুরু করে। উদ্ধারকাজও শুরু হয়। কিন্তু রেবতীকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনার খবর পেয়ে গভীর দুঃখপ্রকাশ করেছিলেন আল্লু অর্জুন। একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “আমি ২০ বছর ধরে এই থিয়েটারে সিনেমা দেখতে আসছি। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা পরিবারটির পাশে আছি এবং সমস্ত সাহায্য করতে প্রস্তুত।” তিনি রেবতীর পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন এবং শ্রী তেজের চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন বলে জানান।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আল্লু অর্জুনের আইনজীবী এস নিরঞ্জন রেড্ডি হাইকোর্টে মামলা দ্রুত শোনার অনুরোধ জানিয়েছেন। আল্লুর আইনজীবী আদালতে জানিয়েছেন, ঘটনাটি বুধবার অর্থাৎ ৪ তারিখ ঘটেছে। পিটিশন খারিজ করার জন্য পুলিশের কাছে আগেই দরখাস্ত করা হয়েছে। এরপরেই আদালতের তরফে জানানো হয়, মামলার শুনানি হবে সোমবার। আল্লু অর্জুনের আইনজীবী নিরঞ্জন আদালতে আর্জি করেন, পরিস্থিতি বিচার করে শুক্রবার অর্থাৎ আজ মধ্যাহ্নভোজনের পর এই মামলার শুনানি হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*