রোজদিন ডেস্ক :- রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলছে। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। জাঁকিয়ে নামছে শীত, বাড়ছে উত্তুরে হওয়া।কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শীতের তীব্রতা বেড়েছে অনেকটাই।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
রাজ্যের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ চলবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে।আগামী ৫ দিন এই অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।আগামী সাতদিন রাজ্যের কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে যার প্রভাব শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে পড়তে পারে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমবে। সড়ক ও রেল যাতায়াতে সাবধানতা অবলম্বন করুন।গরম কাপড় পরুন, গরম খাবার খান এবং শরীর গরম রাখার চেষ্টা করুন। ছোট শিশু ও বয়স্কদের জন্য অধিক সতর্কতা অবলম্বন করুন।
Be the first to comment