ফারাক্কায় নাবালিকার ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের একজনের ফাঁসি,একজনের যাবজ্জীবন সাজা হলো…

Spread the love

রোজদিন ডেস্ক :-  শুক্রবার দুটি পৃথক ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী। একদিকে আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় তিনমাস পেরিয়ে গেলেও আদালতে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়ে গেল অভিযুক্তরা। অন্যদিকে একই দিনে মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের তদন্তের রিপোর্টে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।

আরজি কর-কাণ্ডের আবহে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় দু’মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে ফাঁসির সাজা কয়েক দিন আগেই শুনিয়েছিল বারুইপুর আদালত।

এবার ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় দু’মাসের মধ্যে বিচার শেষ করে বৃহস্পতিবারই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল জঙ্গিপুর আদালত।
আজ শুক্রবার তারই রায় ঘোষণাও হয়ে গেল। এক জনের ফাঁসি হয়েছে। অন্য জনের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিলো বিচারক।

প্রসঙ্গত, গত বিজয়া দশমীর দিন সকালে দাদুর বাড়িতে ঘুরতে এসে খুন হয়েছিল ওই নাবালিকা। এক প্রতিবেশীর বাড়ি থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছিল। মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সেই সময় অভিযোগ তুলেছিল পরিবার। তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার এবং তাঁর বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতেরা জানিয়েছিলেন, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন দীনবন্ধু। সেখানে তিনি এবং শুভজিৎ মিলে নাবালিকার উপর যৌন নির্যাতন চালান। পরে তাকে শ্বাসরোধ করে খুন করেন।
পুলিশের ময়নাতদন্তে দেখা গিয়েছে, মেঝেতে মাথা থেঁতলে খুন করা হয়েছিল নির্যাতিতাকে। তার গলার হাড়ও ভেঙে গিয়েছিল। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে খুনে ব্যবহৃত কাপড়ের টুকরো, তার পরনের রক্তমাখা পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুটি সিগারেট এর টুকরো নমুনার সঙ্গে নাবালিকার পোশাকে লেগে থাকা বীর্যের নমুনা মিলে গিয়েছিল। গণধর্ষণের ক্ষেত্রে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে আদালতে গ্রহণ করা হয়।

উল্লেখ্য, আজই আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেছে শিয়ালদা সিবিআই আদালত।  ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারাতেই জামিন হয়ে যায় দু’জনের। আবার এর ঠিক বিপরীত চিত্র ফারাক্কায়। মাত্র দু’মাসের মধ্যে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। একই দিনে দুই  বিপরীত ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*