রোজদিন ডেস্ক :– আপাতত জেল হেফাজতে থাকতে হচ্ছে না সুপার স্টার আল্লু অর্জুনকে। শুক্রবার বিকালে তেলগু সুপারস্টার আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করল তেলঙ্গানা হাইকোর্ট। ফলে তাঁকে এখন জেলে যেতে হচ্ছে না। উল্লেখ্য, এদিন দুপুরেই গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত।
সেই ঘটনাকে কেন্দ্র করে আজ আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় তেলগু নায়ক। দীর্ঘ শুনানি শেষে শেষ পর্যন্ত আল্লুর জামিন মঞ্জুর করেন বিচারপতিরা
উল্লেখ্য , গ্রেফতারির হাত থেকে বাঁচতে এফআইআর খারিজের আর্জি জানিয়ে তখনই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আল্লু অর্জুন। কিন্তু হাইকোর্টের তরফ থেকে কোনও রক্ষাকবচ পাননি তিনি। এদিন সকালেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘পুষ্পা-২’ নায়ককে। গ্রেফতার করে সোজা নিয়ে যাওয়া হয়েছে চিক্কদাপল্লী থানায়। আর আল্লুর গ্রেফতারির খবর পেয়েই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন তাঁর অনুরাগী ও ভক্তরা। আদালতে পেশের আগে কঠোর নিরাপত্তায় ‘পুষ্পা-২’ নায়ককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পরে আদালতে পেশ করা হয়।
পুলিশের গ্রেফতারিকে চ্যালেঞ্জ দিয়ে দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘পুষ্পা-২’ নায়ক।এবং দীর্ঘ সওয়াল জওয়াব এর ওপর ভিত্তি করে অবশেষে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।
Be the first to comment