শনিবার জামিনে মুক্তি পাওয়ার পর গ্রেপ্তার নিয়ে প্রেস মিট – এ মুখ খুললেন আল্লু আর্জুন

Spread the love

রোজদিন ডেস্ক :- জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন আজ শনিবার জামিনে মুক্তি পাওয়ার পর একটি প্রেস মিট করেন। শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে তাঁর ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রদর্শন চলাকালীন ভিড়ের চাপে একজন নারীর মৃত্যু হয়। এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল।

মুক্তি পাওয়ার পর প্রেস মিটে আল্লু অর্জুন বলেন, ‘আমার ওই মহিলার মৃত্যুর সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই। আমি তখন থিয়েটারের ভেতরে পরিবারের সঙ্গে সিনেমা দেখছিলাম। ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাবশত ঘটেছে। আমি ওই পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাঁদের পাশে থাকব সে কথা আমি আগেও জানিয়েছি। যে কোনওভাবে তাঁদের সাহায্য করব।’
তিনি আরও বলেন, ‘গত ২০ বছর ধরে আমি এই থিয়েটারে আসছি। এর আগেও ৩০ বারের বেশি এই জায়গায় গিয়েছি, কিন্তু এমন কোনও ঘটনা কখনও ঘটেনি। এটি সম্পূর্ণভাবে দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিত নয়। এই দুর্ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*