রোজদিন ডেস্ক :- মহিলা সাংবাদিকের শীলতাহানির ঘটনায় দলের তরফে ‘ক্লিনচিট’ পেলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। শুক্রবার রাতে জেলা সম্পাদক তাঁকে ফোন করে তন্ময়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই মর্মে শনিবার জেলা সিপিএমের হোয়াটস্অ্যাপ গ্রুপে সাসপেনশন প্রত্যাহারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার সিপিআইএম সম্পাদক মৃণাল চক্রবর্তী।
গত ২৭ অক্টোবর এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভ করে অভিযোগ করেন, সাক্ষাৎকার নেওয়ার সময়ে তন্ময় তাঁর ‘কোলে বসে পড়েন’। তারপরই ওই দিন বিকেলেই সিপিএমের তরফে রাজ্য সম্পাদক সেলিম সাংবাদিক বৈঠক করে জানান, দল তন্ময়কে সাসপেন্ড করছে। তাঁর বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করবে। যত দিন সেই তদন্ত চলবে, তত দিন তন্ময় সাসপেন্ড থাকবেন। তদন্ত শেষ হলে সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কিন্তু এবার যে কায়দায় সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বামেদের অভ্যন্তরেই। দলের একাংশের বক্তব্য, তন্ময়কে যখন সাসপেন্ড করা হয়েছিল, তখন প্রকাশ্যে সেটা ঘোষণা করা হয়েছিল। আর সেই ঘটনায় যখন ক্লিনচিট দেওয়া হল, তখন কেন সেটা আড়ালে-আবডালে করা হল? স্রেফ হোয়াটস্অ্যাপ গ্রুপে সাসপেনশন প্রত্যাহারের বিজ্ঞপ্তি দেওয়া হল কেন?
যদিও এই সমগ্র ব্যাপারে তন্ময় বেশি কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন, জেলার হোয়্যাটসঅ্যাপ গ্রুপ থেকে সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি জানতে পেরেছেন। সাসপেনশন প্রত্যাহারের ফলে সিপিআইএমের অভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে পারবেন। তাঁর যা বক্তব্য, সেখানেই জানাবেন বলে দাবি করেছেন তন্ময়।
Be the first to comment