রোজদিন ডেস্ক :- কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পেরিয়ে বাড়ি ফেরার সময় অসর্তকতার বলি তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মরত এক তরুণীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে। মৃতার নাম অঙ্কিতা পাত্র(২৭)। বাড়ি হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায়।
শালিমার জি আর পি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সূত্রে মারফত জানা গেছে তিনি তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করতেন। আজ সকালে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় কানে হেডফোন লাগানো ছিল। তাই লাইন পেরোনোর সময় ট্রেনের আওয়াজ তিনি শুনতে পাননি। চলন্ত ট্রেন তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মানসিক অবদাসে ছিলেন কিনা তা খতিয়ে দেখছে রেল পুলিস।
Be the first to comment