রোজদিন ডেস্ক :- ৭১-এর মুক্তিযুদ্ধে বিজয় দিবস পালন ভারতীয় সেনার। যেখানে ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার তরফে আয়োজিত ‘মিলিটারি ট্যাটু’তে প্রথমবার যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেস কোর্সের মাঠে আয়োজিত অনুষ্ঠানে একাত্তরের শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানালেন তিনি। সেই সঙ্গে তাঁর বক্তব্য উঠে এল স্বাধীনতা সংগ্রামী বাবার প্রসঙ্গও। পাশাপাশি বক্তব্যের শেষে তিনি একেবারে দৃপ্ত গলায় জানিয়ে দেন, জয় বাংলা।
সোমবার মমতা বলেন, ‘আমি খুবই গ্রেটফুল। উপস্থিত সমস্ত সেনা আধিকারিক এবং দুই দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানাই। আমাকে এখানে আসার এবং বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা সবসময় ভারতীয় সেনার জন্য গর্বিত। তারা সবসময় সাহসিকতার সঙ্গে পারফর্ম করেন। তাঁদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা প্রচন্ড। তাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেন। রাজ্যের তরফে আমি সেনাকে সম্মান জানাই। আজকে আপনারা বিজয় দিবস পালন করছেন। মুক্তিযুদ্ধে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে কয়েকজন উপস্থিত আছেন। আমি বাংলার রোল , ইন্ডিয়ার রোল, তাদের ভূমিকা কখনওই ভুলতে পারব না।’
এদিন আরও মমতা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাদের কিছুতেই ভুলতে পারব না। তবে আমি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানি না। আমাকে জানানো হয় না। এই বিষয়ে কিছু বলাটা আমার পক্ষে ঠিক হবে না। বিষয়টি ভারত সরকারের উপর ও ভারতীয় সেনার উপর নির্ভর করছে।’
এদিন অতীতের স্মৃতিও রোমন্থন করতে গিয়ে মমতা বললেন, ‘আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন আমি ক্লাস টু-থ্রিতে পড়ি, তখন তিনি মারা যান। কিন্তু প্রতিদিন তিনি আমায় বলতেন কীভাবে ১৯৬৫-তে ইন্দো-চিন যুদ্ধে আমাদের সেনারা কাজ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের কথা। একই ভাবে শুনতাম ‘৭১-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা। বাংলাদেশের স্বাধীনতার কথা।’
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করতে পারি লতাজিকে ইন্দো- চিন যুদ্ধের পরে পন্ডিত নেহেরুজী, তৎকালীন প্রধানমন্ত্রী লতাজিকে বলেছিলেন একটা গান আপনি গান যার মাধ্যমে আমরা শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করতে পারব।’, তারপরই তিনি লতা মঙ্গেশকরের গানের লাইন উদ্ধৃতি করে বলেন, ‘মনে পড়ে যাচ্ছে সেই পরিচিত গান। ‘জো শহিদ হুয়ে হ্যায় উনকি জারা ইয়াদ করো কুরবানি’। আজ লতাজি নেই কিন্তু আমাদের শহিদ জওয়ানদের জন্য গাওয়া তাঁর এই গান চিরকাল অমর হয়ে থাকবে।’ এদিনের বক্তব্য শেষে মমতা বলেন, ‘জয় হিন্দ, জয় বাংলা।’
Be the first to comment