রোজদিন ডেস্ক :- রবিবার কোচবিহারে গভীর রাতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একই পরিবারের চারজন সদস্যের একসাথে মৃত্যু ঘটে। জানা যায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় যে গাড়িতে স্বামী স্ত্রী সহ ছিল তাঁদের 2টি সন্তান। তুফানগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় কালজানি – নাটাবাড়ি সড়কের কালজানি এলাকায় এই দুর্বিসহ ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ছিলেন নাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত রায়, বয়স ৪০ বছর। এবং নাটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্ত্রী বিপাশা সরকার রায়, বয়স ৩৯ বছর। সাথে ছিল তাদের দেড় বছরের পুত্র সন্তান এবং ছয় বছরের কন্যা সন্তান। পুলিশ সূত্রে জানা যায় কুড়ার পাড়ের কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এই পরিবারকে উদ্ধার করতে গাড়ির জানালা ভেঙে তাদেরকে বার করে এবং কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা সম্ভব হয়নি। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
সোমবার, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ঘটনাস্থল এবং পরিবারের বাড়ি পরিদর্শন করেন। তিনি বলেন, “রাতে গাড়িটি প্রবল গতিতে যাচ্ছিল, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।”
শোক প্রকাশ করে সঞ্জিতের বড় ভাই রঞ্জিত রায় বলেন, “আমার ভাই ও তাঁর স্ত্রী শিক্ষক ছিলেন। আমরা তিন মাস আগে আমাদের বাবাকে হারিয়েছি এবং এখন এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই তাঁরা মৃত।”
Be the first to comment