রোজদিন ডেস্ক :- আগামী সোমবার অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে ব্লু লাইনের সমস্ত মেট্রোই দক্ষিণেশ্বরে যাত্রা শেষ করবে। আগামী সোমবার থেকে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হবে। সোমবার থেকে অফিস টাইমে ৬ মিনিটের জায়গায় ৭ মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত শুধুমাত্র চারটি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত আসবে না। রবিবার সেরকম মেট্রোর সংখ্যা হল তিন। সেগুলি দমদম পর্যন্ত আসবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আর সেই পরিস্থিতিতে কলকাতা মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সীমারও কিছুটা পরিবর্তন করা হয়েছে।
নয়া পরিস্থিতিতে কলকাতা মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সীমাও কিছুটা বদলাচ্ছে। সোমবার থেকে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬ টা ৫০ মিনিট একটি মেট্রো ছাড়বে, এটা নয়া পরিষেবা। দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টার পরিবর্তে সকাল ৬ টা ৫৫ মিনিটে ছাড়বে।
একনজরে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রথম মেট্রোর সময়সূচি-
সকাল ৬.৫০ মিনিট: নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নয়া পরিষেবা)।
সকাল ৬.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৬.৫৫ মিনিট: দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ
সকাল ৬.৫৫ মিনিট: উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর
একনজরে সোমবার থেকে শনিবার পর্যন্ত শেষ মেট্রোর সময়সূচি-
রাত ৯.৩০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ৯.৩৩ মিনিট: দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ
রাত ৯.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
সোমবার থেকে শনিবার দমদম পর্যন্ত কোন কোন মেট্রো-
রাত ৮.২৭ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
রাত ৮. ৪৮ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
রাত ৯.১২ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
রাত ৯.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
রবিবার প্রথম মেট্রোর সময়সূচি-
সকাল ৯টা: নোয়াপাড়া থেকে কবি সুভাষ
সকাল ৯টা: দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ
সকাল ৯টা: নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর
সকাল ৯টা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রবিবার শেষ মেট্রোর সময়সূচি-
রাত ৯.২৭ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ৯.৩৩ মিনিট: দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ
রাত ৯.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
রবিবার কোন কোন মেট্রো দমদম পর্যন্ত-
রাত ৮.০৫ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
রাত ৯.০১ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
রাত ৯.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম
Be the first to comment