নিজস্ব প্রতিনিধি:- শীতের মরশুমে বেড়াতে গিয়ে বিপত্তি! তার মধ্যে সপ্তাহের শেষদিন, তাই ভিড় হওয়াটায় স্বাভাবিক দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে। আচমকায় শনিবার বিকেলে আগুন লাগে মৌসুনি দ্বীপের কটেজে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কয়েক’টি কটেজ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নামখানা ব্লকজুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মৌসুনি দ্বীপের খুশি হোম-স্টে’তের একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পান পর্যটকরা। এরপর আগুন থেকে প্রাণে বাঁচতে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে তড়িঘড়ি ওই কটেজ থেকে দৌড় দেন তাঁরা। মুহূর্তের মধ্যে বিধ্বংসী আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সম্পূর্ণ কটেজটিকে। আশপাশের কটেজেও তা ছড়িয়ে পড়ে। পর্যটকদের উদ্ধারে হাত লাগান স্থানীয়েরা। তাঁরাই প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।
কয়েক ঘণ্টার চেষ্টায় মোটামুটি নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রশাসনিক সূত্রে জানা যায়, মৌশুনি দ্বীপের একাধিক কটেজে নেই কোনও দমকলের অনুমোদন। নেই কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা। আর অগ্নি নির্বাপণ ব্যবস্থা না-থাকার কারণে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক কটেজকে সতর্ক করা হয়েছে এবং অনেক কটেজগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু পর্যটন ভরা মরশুমে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে খবর সংগ্রহ করতে গেলে কটেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় থেকে শুরু করে কটেজ মালিক কেউ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনওকিছুই মন্তব্য করতে নারাজ। এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে ব্লক প্রশাসন।
Be the first to comment