রোজদিন ডেস্ক :- কথায় আছে রাখে হরি মারে কে…..তা না হলে রেললাইনে পড়ে থেকেও প্রাণ বেঁচে যায়? এমনটা কি কখনোই সম্ভব? হ্যাঁ হয়তো তাই। তবে ভাগ্যের জোরে। একটি দুঃসাহসিক ঘটনা ঘটে গেল বিহারের সমস্তিপুরে। চলন্ত ট্রেনে চড়তে গিয়ে এক ব্যক্তি পড়েন যান রেললাইনে। তবে ভাগ্য জোরে এড়ানো যায় প্রাণহানির মতো বড় দুর্ঘটনা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যায়, যাত্রীটি বিহার যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেসে ওঠার চেষ্টা করছিলেন আর ঠিক সেই সময় তিনি পিছলে গিয়ে ট্র্যাকে পড়ে যান, ট্রেন এবং প্ল্যাটফর্মের দেয়ালের মধ্যে আটকে পড়েন। তিনি ওই একইভাবে দেয়ালের সাথে লেগে শুয়ে থাকেন। ওই ভিডিওতে দেখা যায় ট্রেনটিকে প্ল্যাটফর্ম ছেড়ে যেতে এবং তার পর ট্রেনটি যাওয়ার পর একজন ব্যক্তি আটকে পড়া যাত্রীকে টেনে তুললেন। একদমই কোন আঘাত এর চিহ্ন নেই তাঁর।
समस्तीपुर स्टेशन पर सांसें थम जाने वाला मंजर! 🚨
समस्तीपुर स्टेशन पर बिहार संपर्क क्रांति ट्रेन में चढ़ते वक्त युवक का पैर फिसल गया और वह पटरी व प्लेटफॉर्म के बीच फंस गया।
पल भर के लिए लगा हादसा टालना नामुमकिन है, लेकिन किस्मत ने उसका साथ दिया और वह बाल-बाल बच गया।#Samastipur… pic.twitter.com/HBCdWxdZgY
— Patna Pulse (@Patna_Pulse) December 21, 2024
Be the first to comment